Friday, 11 July 2025

অনিয়মের সঙ্গে জড়িত ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার


আইন-আদালত :

শেখ হাসিনা সরকারের আমলে অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনে বলা হয়, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ করায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।


অবসরে পাঠানো বিচারকরা হলেন বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মো. মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মো. মজিবুর রহমান, মো. এহসানুল হক, মো. জুয়েল রানা, মো. মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তুম আলী, মো. নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম ও মোহাম্মাদ হোসেন।