ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি কি? জনগণ বলতে পারবে? এটি কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। এটার কোনো দৃষ্টান্ত নেই।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘির পাড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মত শকুনিরা দেশকে ছিবলে খেয়েছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে পরাজিত করে তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা যে দেশ গড়ব তা হবে শান্তির। সে সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে। প্রত্যেকের কণ্ঠে স্বাধীনতা থাকবে। মতবাদ প্রকাশ করার স্বাধীনতা থাকবে। সেই প্রত্যয়, সেই অঙ্গীকার নিয়ে আমরা নতুন করে দেশ গড়ব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম লিডার হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, এ বি এম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলি আজম, শফিকুল ইসলাম, আনিছুর রহমান মঞ্জু, তরিকুল ইসলাম রুমা, আসাদুজ্জামান শাহীন।