Friday, 22 August 2025

বুবলী-অপুর ভার্চুয়াল যুদ্ধ


বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বৈরথের গল্প কারও অজানা নয়। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে প্রায়শ কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এ দুই অভিনেত্রী। চলতি মাসে আমেরিকা থেকে বুবলী নিজের ফেসবুকে শাকিবের সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভার্চুয়াল যুদ্ধকে উসকে দিয়েছিলেন। 


সোশ্যাল মিডিয়ার সবাই অপুর পাল্টা পোস্টের অপেক্ষা করছিলেন। অনেকে গভীর রাতে পর্যন্ত জেগে থেকেছেন! সবাই একটু পর পর অপু লিখে সার্চ করছিল, কোনো পোস্ট দিয়েছে কি দেখার জন্য! এবার অপু কোনো পোস্ট করেননি। অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি বুবলীর সঙ্গে ভার্চুযাল যুদ্ধে হাল ছেড়ে দিল অপু? নাকি খুব কষ্টে চুপ করে আছেন?  


apu-bubly-2সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে ঢালিউড কুইন বলেন, ‘‘না, এটা বাস্তব না। হাল ছেড়ে দেওয়া বা হাল ধরার কিছু নেই।’ তাহলে নিরবতার কারণ কী- এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি একটা কিছু পোস্ট দিলাম তাতে জনগণের কী তৃপ্তি আছে? তখন সঞ্চালক বলেন, ‘এর আগে আমরা ভার্চুয়াল যুদ্ধ দেখেছি’। এবার অপু বলেন, ১৫ জুন একটি ছবি দিয়ে এবং লম্বা একটা স্টোরি লিখে দিয়েছি এসব অসুস্থ প্রতিযোগীতায় আমি নেই।’’ 


কথার সূত্র ধরে তিনি আরও বলেন,‘আমি আমার কাজ, সন্তান, ভক্ত, দর্শক এসবেই ব্যস্ত থাকতে চাই। আমার ক্লিয়ার ব্যাপরটা তো আমি নিশ্চয় প্রকাশ করেছি। আর কষ্ট একদম নেই। দর্শকরা আমাকে ভালোবাসেন বিধায় জানতে চান কষ্টে আছি কি না। আমি বলব, কষ্টের কিছু নেই। বাস্তবতা হচ্ছে আমি কাজ করছি, কাজ করতে হবে।’


অপু বলেন, ‘১৫ জুন আমি একটা পোস্ট দিয়েছিলাম আমি এখানে কাজ করতে এসেছি। কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেটা আমি করতে আসিনি। কিছুটা সময় করা হয়েছিল। আসলে মানুষের জায়গা থেকেই মানুষ কিছু সৃষ্টি করে। আবার মানুষেই সেই সৃষ্টিটা বন্ধ করেন। আমি ঠিক ওইদিনে (১৫ জুন) থেকেই এইসব বিষয়গুলো বন্ধ করে দিয়েছি।’


অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।