দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। এক নেতার এক দেশ, এক রাতেই গোষ্ঠী শেষ: আবুল বাশার আকন্দ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 13 August 2025

এক নেতার এক দেশ, এক রাতেই গোষ্ঠী শেষ: আবুল বাশার আকন্দ


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেছেন, এক সময় কিন্তু আমরা স্লোগান দিতাম ‘এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। স্লোগান দিতে দিতে এক্কেরে আইলো একাত্তর। একাত্তরে সবাই দেশটা স্বাধীন করলাম। এরপরেও স্লোগান আইলো কি-এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। তখন আল্লাহর তরফ থেকে গজব আইলো ‘এক নেতার এক দেশ, এক রাইতেই গোষ্ঠী শেষ।’ আল্লাহ সব কিছুই পারেন।



তিনি আরও বলেন, ‘এই যে হাসিনা এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম করে কি আমাদের তলাইতে পারছে? বিএনপর একটি লোক এবং একটি কর্মীও আওয়ামী লীগে যোগদান করে নাই। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই হায়েনার দল আপনাদের পিছনে কিন্তু আবার লেগে পড়েছে দলে যোগদান করার জন্য। আল্লাহর কসম কৃষকদলে যদি কোন আওয়ামী লীগ যোগদান করে সেই কমিটি সাথে সাথেই বিলুপ্ত করা হবে। অন্য দলেরটা জানিনা, কৃষকদলে কোন আওয়ামী লীগের দোসরকে জায়গা দেওয়া হবে না, এটা আমার ওয়াদা।’



বুধবার (১৩ আগস্ট) বেলা ৩টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



নবগঠিত কমিটির উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. ওয়াসিম উদ্দিন, সদস্য সচিব ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।


এর আগে গত ৩ আগস্ট ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক খলিলুর রহমান তালুকদারের স্বাক্ষরিত চিঠিতে ৭৮ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং ৩৭ সদস্যের পৌর কমিটি অনুমোদনের কথা জানানো হয়।



উপজেলা কমিটিতে অ্যাডভোকেট মো. রফিক উদ্দিনকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হককে সদস্য সচিব ঘোষণা করা হয়। অপরদিকে পৌর কমিটিতে ওয়াসিম উদ্দিনকে আহ্বায়ক ইব্রাহিম খাঁনকে সদস্য সচিব পদে অনুমোদন করা হয়।