আন্তর্জাতিক ডেস্ক :
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইস্পাত ও সেমিকন্ডাকটরে শুল্কারোপের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (১৫ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কা যাওয়ার পথে তার বিমান বহর এয়ারফোর্স ওয়ানে বসে এই তথ্য জানান তিনি। খবর এএফপির।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ নেতা পুতিনের সঙ্গে বৈঠককে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে এবং তার পরের সপ্তাহে আমি শুল্ক নির্ধারণ করব। আমি বলতে চাই এই শুল্ক আরোপ হবে ইস্পাত ও চিপসের ওপর, চিপস এবং সেমিকন্ডাকটরের ওপর।
আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহ লক্ষ্য করে এগোচ্ছি আমরা।’ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করতে উৎসাহিত করার জন্য এই শুল্কের হার ‘শুরুতে খুব কম’ হবে, তবে একটি নির্দিষ্ট সময় পরে তা ‘খুব বেশি’ হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তার এই নীতি গাড়ি নির্মাণ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শুল্কের ধাক্কা সামলাতে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হতে উৎসাহ যোগাবে। এই শুল্কের হার হতে পারে ২০০ থেকে ৩০০ শতাংশ। তিনি আরও বলেন, শুল্কারোপের এই কৌশল তিনি ওষুধ উৎপাদন শিল্পের ক্ষেত্রেও প্রয়োগ করতে চান।
গত ৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট যেসব সেমিকন্ডাকটর কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে না তাদের ওপর ১০০ শতাংশ শুল্কারোপ করেন। ট্রাম্প ইতোমধ্যে ইস্পাতের ওপর শুল্কারোপ করেছেন। প্রাথমিকভাবে তিনি এই শিল্পে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেও পরে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।