Friday, 15 August 2025

যারা দেরিতে নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ


রাজনীতি ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায় না, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না। 


দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চায় না। যারা নির্বাচন দেরিতে চায় তারা দেশ ও জনগণের মঙ্গল চায় না।শুক্রবার (১৫ আগস্ট) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার আদাবাড়ী স্কুলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ এসব কথা বলেন।


সালাম আজাদ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু এদেশের ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়।


সালাম আজাদ বলেন, সামনে নির্বাচন উপলক্ষে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন, মাস্টারপ্ল্যান করছেন। নিজেদেরকে আড়াল করে, নানা কল্পকাহিনী তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।


সভাপতি কোহিনুর শিকদারের সভাপতিত্বে আরিফুজ্জামান হাওলাদার লাভলু এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদের পরিচালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, কেন্দ্রীয় সদস্য বাবুল আহমেদ, জেলা নেতা এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, মাহবুব আলম, আবু জাফর আহমেদ বাবুল, নজরুল ইসলাম ঢালী, বাবুল সারেং প্রমুখ।