সাংবাদিকদের অধিকার রক্ষায়
‘বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব’ এর আনুষ্ঠানিক যাত্রা
সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত ন্যায্যতার স্বার্থে আত্মপ্রকাশ করল নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি)। ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়।
সাংবাদিকতার পেশায় দীর্ঘদিনের বঞ্চনা, হুমকি ও হেনস্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার লক্ষ্যেই এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে বলে জানায় নবনির্বাচিত কমিটি।
সভাপতি দেলোয়ার হোসেন মাহদী বলেন, "সাংবাদিক সমাজের চোখ, কণ্ঠ ও বিবেক। অথচ তারাই আজ সবচেয়ে বেশি অনিরাপদ। মাঠপর্যায়ের সংবাদকর্মীরা প্রতিনিয়ত নিগ্রহের শিকার হন। বিইউপিসি হবে তাঁদের জন্য একজোট প্রতিরোধের হাতিয়ার।"
সাধারণ সম্পাদক শেখ রায়হান চৌধুরী জানান, "এই সংগঠন সাংবাদিকতার মান রক্ষায় কাজ করবে। আমরা অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকব এবং সত্যনিষ্ঠ, সাহসী সাংবাদিকতার পক্ষে অবস্থান নেব।"
নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: দেলোয়ার হোসেন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া)
সহ-সভাপতি: মো. শহীদ হাসান (ঢাকা)
সাধারণ সম্পাদক: শেখ রায়হান চৌধুরী (সাভার)
সহ-সাধারণ সম্পাদক: ইমান আলী (ঢাকা)
যুগ্ম সম্পাদক: অভিশেখ চন্দ্র রায় (ঠাকুরগাঁও)
সাংগঠনিক সম্পাদক: এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ (চাঁদপুর)
সহ-সাংগঠনিক সম্পাদক: জহির শাহ্ (বিজয়নগর)
প্রচার ও প্রকাশনা: মো. হাবিব (ঠাকুরগাঁও)
ধর্ম বিষয়ক: মুহাম্মদ এরশাদুল ইসলাম (বরগুনা)
দপ্তর সম্পাদক: মো. নাহিদুর রহমান শামীম (মানিকগঞ্জ)
নারী ও শিশু: অজান্তা ইসলাম লামিয়া (পটুয়াখালী)
সাংস্কৃতিক: ফাহমিদা ফিরোজ (ফেনী)
সাহিত্য: রিয়াজুল হক সাগর (রংপুর)
শিক্ষা ও প্রশিক্ষণ: মো. নাহিদুল ইসলাম নাঈম (সিলেট)
সমাজকল্যাণ: মো. মনির হোসেন (ঠাকুরগাঁও)
তথ্য ও গবেষণা: ইয়াছিন চৌধুরী (নাসিরনগর)
ক্রীড়া: আকাশ দাশ সৈকত (চট্টগ্রাম)
আইন বিষয়ক: মো. খালিদ হাসান নিশাদ (ময়মনসিংহ)
সংগঠনটি বিশ্বাস করে, সাংবাদিকদের ন্যায্যতা রক্ষায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।