ক্রাইম ডেস্ক :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ গরু ও মহিষ জব্দ করেছে। এ সময় বিজিবির সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ও ৬ আগস্ট সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি সদস্যরা। অভিযানকালে দুটি পৃথক গ্রুপের কাছ থেকে বিপুল সংখ্যক ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়। জব্দকৃত পশুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
বিজিবি আরও জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। পরে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে একজন হামলাকারী চোরাকারবারিকে আটক করে।