দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। রাবিতে বিজয় অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 6 August 2025

রাবিতে বিজয় অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ


শিক্ষা ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে আয়োজিত বিজয় অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) এই পর্যন্ত রাবি চিকিৎসা কেন্দ্রে শতাধিক শিক্ষার্থী সেবা নিতে গিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।জানা গেছে, মঙ্গলবার খাবার খাওয়ার পর থেকেই বিভিন্ন হলে শিক্ষার্থীদের পেটের পীড়ার নানা উপসর্গ দেখা দিতে শুরু করে।


বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, সবচেয়ে বেশি অসুস্থ হয়েছেন বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা। পাশাপাশি অন্যান্য মেয়েদের আবাসিক হলেও অসুস্থতার খবর পাওয়া গেছে।


বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, খাবার খাওয়ার পরপরই পেটে গ্যাস ও ব্যথা শুরু হয়। অর্ধেক খাবার খেয়ে শরীরে অস্বস্তি লাগায় বাকিটা ফেলে দিতে হয়।হলের আরেক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে যে খাবার দেওয়া হয়েছে তা খাওয়ার পর অধিকাংশ শিক্ষার্থীর শরীরে পেটব্যথা, বমি, মাথা ঘোরানোসহ নানা উপসর্গ দেখা দেয়।


শুধু বিজয়-২৪ নয়, শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীরাও খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রবিউর রহমান বলেন, ৫০ টাকার বিনিময়ে যে খাবার দেওয়া হয়েছে তার মান এতই খারাপ ছিল যে ক্যান্টিনের সাধারণ খাবারও এর চেয়ে ভালো।


শামসুজ্জোহা হলের শিক্ষার্থী আরহাদ আহমেদ বলেন, রোস্ট ছিল ছোট, শুকনো এবং সেদ্ধ হয়নি। খাবারের মান এতটাই নিম্নমানের ছিল যে মনে হচ্ছে নির্ধারিত বাজেটের পুরোটাও ব্যয় হয়নি।বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী বলেন, খাবার খাওয়ার পর রাত থেকে আমিসহ রুমমেট দুজনেই অসুস্থ।


রাবির চিকিৎসাকেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি জানান, সাধারণত প্রতিদিন গড়ে তিন শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। কিন্তু আজ শুধুমাত্র পেটের সমস্যার কারণে সকালেই চার শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ জামিরুল ইসলাম বলেন, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ নির্ধারিত হলে ব্যবস্থা নেওয়া হবে।


রাবির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যেসব শিক্ষার্থী অসুস্থ হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের কাছ থেকে খাবার সংক্রান্ত অব্যবস্থাপনার কারণ জানার চেষ্টা চলছে।