নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্র অধিকার পরিষদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে উপহার তুলে দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় (১৯-০৯-২৫) নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাস স্টেশন সংলগ্ন উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে এ কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট মেহেদী হাসান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদের মো দুলাল , জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফিসহ অন্যান্যরা।
পুরুস্কৃতরা হলেন সাগর আহমেদ নিলাচল (১ম), মো. শরিফ (২য়) ও মো. হোসাইন (৩য়) এবং সেরা ভাগ্যবান পুরস্কার পান ওসমান হাসান।
