জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯,৮৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২৯ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
একই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ১ হাজার ১০০ টাকা। আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালিয়ে ভারত থেকে মাদক ও চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ রোধ করছে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
