![]() |
এনসিএলের ২০২৫-২৬ টিকেট মৌসুমে আজ সিলেট ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে মুখোমুখি হয় রংপুর বিভাগ ও বরিশাল বিভাগ। টি২০-র রমরমা মারকুটি ম্যাচে বরিশাল রংপুরের সামনে দাঁড়াতেই পারিনি। রংপুর বিভাগ ৬ উইকেটে জয় তুলে নেয় ৩৯ বল অক্ষত রেখেই।
টস জিতে রংপুরের অধিনায়ক বরিশালকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। রংপুরের বোলিং তোপের মুখে পড়ে বরিশাল খেই হারিয়ে ফেলে। ১৯.৩ ওভারে অলআউট ১০৬ রানে! যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রংপুরের বোলার আলাউদ্দিন বাবুর স্পেলটি। এই বোলার ৩.৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট।
মাত্র ১০৭ রানের মিশনে ব্যাট করতে নেমে রংপুর ১৩.৩ ওভারি তুলে নেয় ১০৯ রান, খরচ করে মাত্র ৪ উইকেট। ৩৯ বল না খেলেই জয়ের ম্যাচে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রংপুরের আলাউদ্দিন বাবু।



