জহির শাহ্, বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর গ্রামে চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভিটিদাউদপুরের চাইল্ড কেয়ার একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েক শতাধিক শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও গ্রামের সাধারণ মানুষ এতে অংশ নেন। তারা এক কণ্ঠে রাস্তাটি খোলা রাখার জোর দাবি জানান।
বক্তারা বলেন, প্রায় ৬০ বছর আগে থেকে ব্যবহৃত হয়ে আসা এই রাস্তাটি পুরো গ্রামের প্রাণ। ভিটিদাউদপুরের প্রায় ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করেন। একই সঙ্গে চাইল্ড কেয়ার একাডেমির তিন শতাধিক শিক্ষার্থী-শিক্ষক প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করেন এই রাস্তায়। গ্রামের সরকারি রেকর্ডভুক্ত একমাত্র কবরস্থান, বিল ও কৃষিজমিতে যাওয়ার পথও এটি। ফলে রাস্তা বন্ধ হয়ে গেলে পুরো গ্রামবাসী অবরুদ্ধ হয়ে পড়বে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে রাস্তাটির উপর দখল সৃষ্টি করার চেষ্টা করছে। তারা শুধু রাস্তার সংস্কার বাধাগ্রস্ত করছে না, বরং উল্টো গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, “এই রাস্তা বন্ধ হলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না, গ্রামের মানুষ চিকিৎসার জন্য বের হতে পারবে না, কবরস্থানে মৃতদেহ দাফন করা যাবে না। তাই যেকোনো মূল্যে রাস্তাটি খোলা রাখতে হবে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
মানববন্ধনে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের দাবি, এই রাস্তাটিই গ্রামবাসীর জীবনধারার একমাত্র ভরসা, তাই কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
