জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহাদুরপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাহাদুরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মোরসেন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দীক পাভেল। পুরো আয়োজনটি পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন পাভেল।
এ সময় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুছা হায়দার, দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, আইনজীবী কাজী শফিকুল ইসলাম সায়েম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসানসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণদের যদি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ছোবল থেকে দূরে রাখা যায়, তবে সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা সহজ হবে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর।”
তিনি আরও উল্লেখ করেন, “যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বরাবরই জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামীর প্রজন্মের জন্য নিরাপদ ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া আমাদের অঙ্গীকার।”
সভায় বক্তারা বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে সচেতনতা সৃষ্টির আন্দোলনে, তাহলেই পরিবর্তন আসবে।
