জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের নতুন সীমানা নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে এ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য প্রার্থী শাহজাহান সিরাজ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে সরাইল বিশ্বরোড মোড়ে এক গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, “সরাইল-আশুগঞ্জের মানুষ চান্দুরা ও বুধন্তিকে নিজেদের আসনে নেওয়া কখনোই মেনে নেবে না। বিএনপি যদি দলীয় প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দেয়, জনগণ তা প্রতিরোধ করবে।”
তিনি আরও বলেন, “সারা জীবন দলের জন্য কাজ করেছি। এখন বৃদ্ধ বয়সে দলের কাছে একটাই প্রার্থনা—আমাকে ধানের শীষ প্রতীক দিন।”
নির্বাচন কমিশনের সাম্প্রতিক পুনর্বিন্যাস অনুযায়ী, বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সিদ্ধান্তে দুই ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে এবং সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে শাহজাহান সিরাজ সরাইলেও পৃথক সভায় যোগ দেন এবং আন্দোলনের প্রস্তুতির ডাক দেন।
