জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ–সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল (৪৮)। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সারা দিন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে রিকশায় করে বাড়ি ফিরছিলেন মকুল। গেটের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন দিক থেকে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠ, কোমর ও পায়ে গুলি লাগে।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে উপজেলা বিএনপি।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।”
