জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট, এমনকি লুটপাটের অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বড়বাড়ি ও মুন্সিবাড়ি এলাকার তরুণদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি হয়। এর জেরে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাতে ঘটনাস্থলে গেলেও শুক্রবার সকালে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা।
আহতদের অনেকেই আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়দের দাবি, সংঘর্ষে কমপক্ষে ১৫টি ঘরবাড়ি ও দোকান ভাঙচুর হয়, কয়েক জায়গায় লুটপাটও হয়।
সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়।
ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন,“সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে, যাতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকে।”
বর্তমানে দুর্গাপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
