দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২য় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে উড়িয়ে দিল রংপুর - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, October 10, 2025

২য় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে উড়িয়ে দিল রংপুর

ছবি বিসিবি 

খেলার রিপোর্ট:

টি২০ ফরমেটের এন সি এল -২০২৫ এর কোয়ালিফায়ার পর্ব শুরু হয়েছে। আজ সিলেট ক্রিকেট স্টেডিয়াম মাঠে ২য় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয় রংপুর বিভাগ। 


টস জিতে রংপুর বিভাগ বল হাতে তুলে নেয়। চট্টগ্রাম বিভাগ ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ১৬৭ সংগ্রহ করে ৩ উইকেটে বিনিময়ে। তিন নম্বরে নামা সাদিকুর রহমান ৫৮ রানে ছিলেন অপরাজিত। মিডল অর্ডারে নামা অধিনায়ক ইয়াসির আলীও ছিলেন ৫৩ রানে অপরাজিত। চট্টগ্রাম বিভাগের তিন উইকেটের বেশি পতন না ঘটলেও, রানের সংখ্যা ছিল কম।

১৬৮ রানের জবাবে মুল লড়াইটা করলেন জাতীয় দলের তারকা নাসির হোসেন ও বিভাগের অধিনায়ক আকবর আলী। ওপেনার জাহিদ জাবেদ ৩৫ রানে ফেরত যাবার পর নাসির হোসেন জুটি বাঁধেন ইকবাল হোসেন এর সাথে। ইকবাল ৭ রানে বোল্ড। এরপর নাসির ও আকবর জুটি রংপুরকে টেনে নিয়ে যান ১১৮ পর্যন্ত। ১৪.৬ ওভারে নাসির হোসেন ক্যাচ তুলে দেন ৪১ বল খেলে ৫৪ রানে। জয়ের দরজায় দাঁড়িয়ে আকবর আলী চট্টগ্রামে মমিনুল হকের হাতে ক্যাচ তুলে দিলেন ২১ বলে ৪০ রান করে।  ২০ ওভার শেষে রংপুরের সংগ্রহ ১৭১/৬। 

৪ উইকেটের জয় তুলে রংপুর বিভাগ এনসিএলের কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে যায়। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাসির হোসেন।