দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাইফের ফিফটিতে সিরিজ জিতল বাংলাদেশ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, October 6, 2025

সাইফের ফিফটিতে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি বিসিবি
খেলার ডেস্ক :
দুবাইয়ের উইকেটে ৫ ম্যাচের টি২০ সিরিজে ৫ অক্টোবর রাতে সাইফ হাসানের অপরাজিতা ফিফটিতে বাংলাদেশ সিরিজ জিতে নিল ৩-০ তে। প্রথম ম্যাচে চার উইকেটে, দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে আর আর তৃতীয় ম্যাচে গতকাল রাতে ১২ বল অক্ষত রেখে ৬ উইকেটে জয় তুলেছে বাংলাদেশ। 


তৃতীয় টি২০ ম্যাচে গতকাল রাতে টস জিতে বাংলাদেশ আগে বল হাতে তুলে নেয়। প্রতিপক্ষ আফগানিস্তান ২০ ওভারের ম্যাচে ৯ উইকেটে সংগ্রহ করে ১৪৩ রান। 



জবাব দিতে নেমে টাইগার বাহিনী শুরুটা করে দুর্দান্ত। ১৯.৪ ওভারে মাত্র ২ উইকেট খরচ করে জমা করে ৭৯ রান। ৩ নম্বরে ব্যাট করে নামা সাইফ হাসান শেষ অবদি অপরাজিতই থাকলেন। ব্যাট হাতে মারকুটে ভূমিকায় ৩৮ বলে ৭টি ছক্কা আর ২টি চার দিয়ে সাঁজান ৬৪ রানের অপরাজিত ইনিংস। ৮৫তম টি২০ ম্যাচে এটা সাইফ হাসানের ১২তম আন্তর্জাতিক ফিফটি।


 সাইফের সাথে আরেক অপরাজিত ব্যাটসম্যান সোহান ৯ বলে করেন ১০ রান। আগামী ৮ অক্টোবর, ১১ অক্টোবর ও ১৪ অক্টোবর ওডিআই সিরিজ মাঠে গড়াবে। সিরিজের ১ম ওডিআই ৮, দ্বিতীয় ম্যাচ ১১ ও তৃতীয় ওডিআই অনুষ্ঠিত হবে একই ভেনুতে।


আইসিসি টি২০ র‍্যাংকিং এ বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। ৮ নম্বরে আছে শ্রীলংকা। লঙ্কার রেটিং ২৩০ আর বাংলাদেশের রেটিং এই সিরিজ জেতার কারণে ২২৫।


এ মাসেই নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। হোম সিরিজে বাংলাদেশ খেলবে টেস্ট ও ওয়ানডে ও টি-টোয়েন্টি।  ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতে যায়,  তাহলে লঙ্কাকে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ছুঁয়ে ফেলার  সম্ভাবনা  আছে। যদি ওয়েস্ট ইন্ডিজকে টি২০ সিরিজ হোয়াইটওয়াশ করা যায় তাহলে আরও ৫ পয়েন্ট টাইগারদের নামের সঙ্গে যোগ হবে। 


সে হিসেবে লঙ্কার ২৩০ সেটিং আরে বাংলাদেশের রেটিং সমান হয়ে যাবে। কিন্তু টি-টোয়েন্টি র‍্যাংকিং এ লঙ্কাকে টপকাতে হলে বাংলাদেশকে আরো একটি সিরিজে অপেক্ষা করতে হবে। কারণ লঙ্কাকে টপকাতে হলে র‍্যাংকিংয়ে বাংলাদেশের ২৩১ রেটিং প্রয়োজন।