জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভায় বক্তব্য রাখেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, বিষ্ণাউরি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল ফায়েজ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস, এবং কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাকসিমুল হাসান আকিব।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
