গাইবান্ধা থেকে মো: শুভ ইসলাম
সাঘাটার মহিমাগঞ্জ ইউনিয়নের সতিতলা এলাকায় বৈধ বালু ব্যবসায়ীরা চাঁদাবাজদের হুমকির কারণে কার্যত থমকে গেছে। স্থানীয় ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা (৬৬) জানিয়েছেন, সরকারের অনুমোদিত বৈধ কাগজপত্র থাকলেও কিছু প্রভাবশালী চক্র তার ব্যবসা বন্ধ করতে হত্যার হুমকি দিচ্ছে।
এই হুমকির কারণে প্রায় ৫০টি ট্রাক বালুর বেডে আটকা পড়েছে এবং ট্রাকচালকরা নিরাপত্তাহীনতার কারণে মাঠে যেতে পারছেন না। মোস্তফা জানিয়েছেন, প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার গভীর রাতে কিছু দুর্বৃত্ত ট্রাকচালকদের আটক করে হুমকি দিয়েছিল, পরদিন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। ব্যবসায়ী মোস্তফা বুধবার সাঘাটা আর্মি ক্যাম্প ও সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
সাঘাটার সচেতন মহল মনে করছেন, বৈধ ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি অব্যাহত থাকলে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ শ্রমজীবীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে। প্রশাসনের তৎপর হস্তক্ষেপ ছাড়া সাঘাটার বৈধ বালু ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।

