দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, December 20, 2025

ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : 

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লি।  শুক্রবার (১৯ ডিসেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও জটিল। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।’ 


বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো দেশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়, যা সম্প্রতি জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।’ এতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশের চলমান ঘটনাবলির প্রতি সতর্ক নজর রাখছে ঠিকই, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।