দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। রিজার্ভ আরও কমলো - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 11 August 2023

রিজার্ভ আরও কমলো

অর্থনীতি ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। বুধবার ( ৯ আগস্ট) নিট রিজার্ভ ২ হাজার ৩২৬ কোটি ডলারে নেমেছে। ৩১ জুলাই নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩৩৪ কোটি ডলার। অর্থাৎ ৯ দিনে নিট রিজার্ভ কমেছে ৮ কোটি ডলার। আর ৯ দিনে গ্রস রিজার্ভ কমেছে ১৮ কোটি ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে দুই কোটি ডলার করে কমে যাচ্ছে রিজার্ভ। বৃহস্পতিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।


এতে বলা হয়েছে, বুধবার পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৫৩ কোটি ডলার। ৩১ জুলাই গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৭১ কোটি ডলার। অর্থাৎ ৯ দিনে গ্রস রিজার্ভ কমেছে ১৮ কোটি ডলার।


রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা ১০ কোটি ডলার ফেরত আনা হয়েছে, না হলে নিট রিজার্ভও ১৮ কোটি ডলার কমতো। এখন কমেছে ৮ কোটি ডলার।


সাম্প্রতিক সময়ে বকেয়া ঋণ পরিশোধ ও আমদানি দেনা মেটানোর কারণে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার দিতে হচ্ছে। এতে রিজার্ভ কমে যাচ্ছে। এছাড়া জুনের তুলনায় রফতানি আয় ও রেমিট্যান্স দুটোই কমেছে জুলাইয়ে। এতে রিজার্ভে চাপ বেড়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশের রফতানি আয় হয়েছে ৪৫৯ কোটি ডলার। জুনে হয়েছিল ৫০৩ কোটি ডলার, মে মাসে হয়েছিল ৪৮৫ কোটি ডলার। সে হিসাবে মে ও জুনের চেয়ে জুলাইয়ে রফতানি আয় কমেছে।


এদিকে গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। জুনে এসেছিল ২২০ কোটি ডলার। গত বছরের জুলাইয়ে এসেছিল ২১০ কোটি ডলার। গত জুন ও গত বছরের জুলাইয়ের তুলনায় এ জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে। রেমিট্যান্স ও রফতানি আয় দুটোই কমায় রিজার্ভের ওপর চাপ কিছুটা বেড়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগ ও অনুদানের অর্থ ছাড়ও কমে গেছে।