বিশ্বের বিভিন্ন দেশের মতো এবার যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টেন লিগ। টি-টেন গ্লোবাল স্পোর্টসের অধীনে অনুষ্ঠিত হবে ইউএস মার্স্টার্স টি-টেন লিগ। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ সিং ও গৌতম গম্ভীরের মতো তারকারা খেলবেন এই টুর্নামেন্টে। ছয় দলের এই টুর্নামেন্টের প্রত্যেকটির মালিকানায় আছেন ক্রিকেট প্যাশনেট ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রের এই টি-টেন লিগের দলগুলো হল- নিউ ইয়র্ক ওয়ারিয়র্স, দ্য টেক্সাস চার্জার্স, দ্য আটলান্টা রাইডার্স, ক্যালিফোর্নিয়া নাইটস, নিউ জার্সি ট্রিলটন ও মরিসভিল ইউনিটি। আগামী ১৮ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্ট নিয়ে টি টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজিউল মূলক বলেন, ' বিশ্বব্যাপী ক্রিকেট সমর্থকদের এক করছে এই টুর্নামেন্ট। টি-টেন গ্লোবাল স্পোর্টস ইউএস মার্স্টার্স লিগ শুরু করতে অপেক্ষায় আছে। আমি দলগুলোর মালিককে এখানে সম্পৃক্ত হওয়ায় ধন্যবাদ জানাই।'
যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছে স্যাম্প গ্রুপ। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রিতেশ প্যাটেল বলেন, 'সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইউ এস মাস্টার্স টুর্নামেন্ট সেরা টুর্নামেন্ট হবে বলে আমি আশা করি। যারা এখানে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ।