দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দেশে এখন একজনের কথাই আইন : জি এম কাদের - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 12 August 2023

দেশে এখন একজনের কথাই আইন : জি এম কাদের


রাজনীতি প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘দেশে এখন একজনের কথাই আইন। তিনি যা বলবেন, সেটাই আইনসিদ্ধ। কেউ ‘না’ বললে যেন শাস্তিযোগ্য অপরাধ করে ফেলল। তাই একজনের সিদ্ধান্তই এখন রায়। এমন বাস্তবতায় আমরা পড়ে গেছি।’


আজ শনিবার (১২ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।


জিএম কাদের বলনে, ‘এ অবস্থা থেকে বাঁচতে হলে গভর্নেন্স চেঞ্জ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। রাজনীতি পরিবর্তন করতে না পারলে, কোনো কিছুই পরিবর্তন হবে না। ইদানিং বিদেশিদের খুব দুর্নাম করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে—বিদেশিরা খারাপ উদ্দেশে গণতন্ত্র ও ভোটের কথা বলছে। এসব কথার কোনো অর্থ নেই। বিদেশিরা জনগণের পক্ষেই কথা বলছে, তারা ভালো কিছু চাচ্ছে।’


জি এম কাদের আরও বলেন, ‘ভিন্ন রোগের টিকা বিদেশিরা আমাদের দিয়েছে। আবার তারা টাকা পয়সা দিয়ে টিকা কার্যক্রম বাস্তবায়নও করছে। করোনাকালে আমেরিকানরা ১০ কোটি টিকা ফ্রি দিয়েছে। অবস্থা এমন হয়েছে, আমরা শুধু লুটপাট করব আর বিদেশিরা আমাদের দেশের লোকদের দেখবে।’