দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বাংলাদেশের ৩ ম্যাচসহ বিশ্বকাপের সূচিতে বড় পরিবর্তন করেছে আইসিসি - durontobd

সংবাদ শিরোনাম

Wednesday, 9 August 2023

বাংলাদেশের ৩ ম্যাচসহ বিশ্বকাপের সূচিতে বড় পরিবর্তন করেছে আইসিসি

খেলার ডেস্ক :
অনেকটা দেরি করেই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০দিন আগে সূচি প্রকাশ করে তারা। তবে সে সূচি নিয়ে বিতর্ক সৃষ্টি হতে সময় লাগেনি। ফলে শেষ সময়ে এসে সূচি বদলের গুঞ্জন ডালপালা মেলেছিল। অবশেষে এটাই সত্যি হলো। বিশ্বকাপের মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে।


বিশ্বকাপে দর্শক চাহিদার তুঙ্গে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের ম্যাচের সূচিতেও। টাইগারদের মোট তিনটি ম্যাচের সূচি বদলে গিয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বিপক্ষে র ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে সাকিব-লিটনরা।


পুরনো সূচি অনুযায়ী বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইভোল্টেজ ম্যাচটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর একই ভেন্যুতে আয়োজন করা হবে। এর ফলে বদলে গেছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি।


এশিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিতান ও শ্রীলঙ্কার ম্যাচ ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে, তবে বদলাচ্ছে না ভেন্যু। হায়দরাবাদেই হবে ম্যাচটি। লখনৌয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও একদিন এগিয়ে ১২ অক্টোবর আয়োজন করা হবে।


বাংলাদেশের মোট তিনটি ম্যাচের সূচি বদলেছে আইসিসি ও বিসিসিআই। নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৪ অক্টোবর খেলার কথা বাংলাদেশের। কিন্তু নতুন সূচি অনুযায়ী একদিন আগেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিন তারিখ অপরিবর্তিত থাকলেও বদলে গেছে সময়। আগের সূচি অনুযায়ী এই ম্যাচটি দিবারাত্রির হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী যা সকাল ১১টা।


পরিবর্তন হয়েছে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচের সূচিতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও নতুন ঊচি অনুযায়ী হবে ১১ নভেম্বর। তবে ভেন্যু আগের মতো পুনেতেই থাকছে।