দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জ্বালানি রপ্তানিতে ৬ মাসের রাশিয়ান নিষেধাজ্ঞা - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 27 February 2024

জ্বালানি রপ্তানিতে ৬ মাসের রাশিয়ান নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক :
আসন্ন শীত মৌসুমে অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যেতে পারে এমন শঙ্কায় ছয় মাসের জন্য অন্যতম প্রধান জ্বালানি পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। আগামী ১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।


স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। এটি আগামী সপ্তাহ বা ১ মার্চ থেকে কার্যকর হবে। গত বছরের শুরুর দিকেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল জ্বালানি ও খনিজ সমৃদ্ধ রাশিয়া।


প্রতিবেদনে বলা হয়, দেশটির উপপ্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক এক চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞার প্রস্তাব করেন। এতে তিনি অভ্যন্তরীণ বাজারের চাহিদার কথাও তুলে ধরেন। নোভাক বলেন, জ্বালানির চাহিদার কথা মাথায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।


এই নিষেধাজ্ঞাটি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত (ইএইইউ)  সদস্য দেশগুলোর ওপর প্রযোজ্য হবে না, যার মধ্যে রয়েছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান এবং কিরগিজস্তান, মঙ্গোলিয়া এবং উজবেকিস্তান। এছাড়াও জর্জিয়ার আবখাজিয়া এবং সাউথ ওসেটিয়া অঞ্চল দুটি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। 


রাশিয়া গত সেপ্টেম্বরেও জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। শীতের মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাবে। সেই সঙ্গে পেট্রোলের দাম এবং চাহিদা বেড়ে যাবে। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া এবং কিরগিজস্তানের ওপর থেকে পরবর্তীতে নভেম্বরের মধ্যে প্রায় সব বিধিনিষেধ তুলে নেয়া হবে।