দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ দারিয়াপুর দরবার শরীফ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: নোয়াবুল ইসলামের - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 23 February 2024

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ দারিয়াপুর দরবার শরীফ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: নোয়াবুল ইসলামের


কালিয়া (নড়াইল) থেকে, আব্দুর রহিম :
নড়াইলের কালিয়া এলাকায় অবস্থিত দারিয়াপুর দরবার শরীফ মসজিদের উন্নয়ন মুলক কাজে মসজিদের পাশেই বসবাস-রত কয়েক জন মিলে বাধা প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটায় মসজিদের পাশের প্রতিবেশিরা। পরে উল্টো মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: নোয়াবুল ইসলামের বিরুদ্ধে মিডিয়াতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদও প্রচার করা হয়। যার প্রতিবাদ জানিয়েছেন সাধারণ সম্পাদক মো: নোয়াবুল ইসলাম।


তিনি দুরস্ত বিডিকে বলেন, `আমি মো: নোয়াবুল ইসলাম দারিয়াপুর দরবার শরীফ মজিদ কমিটির সাধারণ সম্পাদক  হিসাবে দায়িত্ব পালন দায়িত্ব পালন করে আসছি। সভাপতি এলাকায় না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় দায়িত্ব পালন করছি। দরবার শরীফ মসজিদের অজুখানা ও টয়লেট নির্মানের জন্য সরকারী অনুদান বরাদ্দ হয়।মসজিদ কমিটির এক সভায় সিদ্ধান্ত হয় পুরাতন টয়লেট ও অজুখানা ভেঙ্গে, উক্ত স্থানে নতুন করে নির্মাণ কাজ করতে হবে।'


তিনি আরো বলেন, 'সেই সিন্ধান্ত  অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারী সোমবার আমি রাজমিস্ত্রী নিয়ে মসজিদের পাশে উক্ত স্থানে কাজ করতে গেলে পাশে বসবাসরত লিটন মোল্যা, শামীম মোল্লা, উজ্জল মোল্লা , সজল মোল্লা , কাজল মোল্লা,  ও তাদের স্ত্রীরা মিলে কাজে বাধা প্রদান করে এবং  অকথ্য ভাষায় গালিগালাস করে ও আমাদের সাথে দুর্ব্যবহার করে কাজ বন্ধ করে দেয়। আমি বাধ্য হয়ে  মিস্ত্রিদের নিয়ে  চলে আসি, যেহেতু এটা আমার ব্যাক্তিগত কাজ নয়। তাই বিয়ষটি মসজিদ কমিটি ও মুসল্লিদের জানাই।'


তিনি আরো বলেন, 'তারা উক্ত বিষয়টি জানতে মসজিদের কাজের স্থানে গিয়ে  উক্ত ব্যাক্তিদের ডেকে আলোচনা করতে চাইলে। আমাদের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র দারা অর্তকিত হামলা করে। তাতে মুসল্লীরা প্রতিবাদ করলে হাতা হাতীর ঘটনা ঘটে। ইতি মধ্যে আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও মিথ্যা তথ্য দিয়ে একটি মহল সংবাদ প্রকাশ করে,  এই প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।