দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিপিএলে খেলতে চায় নোয়াখালীসহ নতুন চার দল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 6 March 2024

বিপিএলে খেলতে চায় নোয়াখালীসহ নতুন চার দল


খেলার ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার শেষ নেই। তবে সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে ছিল না বড় ধরনের কোনো বিতর্ক। খেলায় প্রতিদ্বন্দ্বিতা, ধারাভাষ্য থেকে শুরু করে সম্প্রচারের মান বেশ ভালো ছিল এবার। তাই দর্শকও মাঠে এসে উপভোগ করেছে খেলা। এরই মধ্যে জানা গেল নতুন খবর। নোয়াখালীসহ নতুন চারটি দল বিপিএলে অংশ নিতে বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়েছে।  


শুরু থেকেই বিপিএল বাকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে ভিন্ন পথে হেঁটেছে। তাই তো বিপিএলে বাড়ার বদলে উল্টো কমেছে দলের সংখ্যা। অথচ আইপিএল বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বেড়েছে। নতুন দল হিসেবে খেলতে আবেদনপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।


কোন কোন অঞ্চল থেকে দল গঠনের আবেদন এসেছে তাও নিশ্চিত করেছেন ইসমাইল হায়দার মল্লিক। এই বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’


বিপিএলে দল কেন বাড়ছে না-এমন প্রশ্নের জবাবে বিপিএলের সদস্য সচিব বলেন, ‘আমাদের কাছে চারটি দল আবেদন করে রেখেছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেটাতেই বিপিএলটা করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় ১০টা দিন আরও বেশি লাগে।’