ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মোবাইল ছেড়ে খেলতে চল” ¯স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ঠাকুরগাঁও এর রুহিয়া থানায় রাজাগাও ইউনিয়নের বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন পরিবেশে মঙ্গলবার(০৫ মার্চ) বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণের পুর্বে ওই বিদ্যালয়ের সভাপতি,নিপেন চন্দ্র বর্রণ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং আলোচনা শেষে শিক্ষক শিক্ষিকা দের মাঝে উপহার তুলে দেন ।
রাজাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমুল্য চন্দ্র ।আরো উপস্হিত ছিলেন ঐ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।