দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। চট্টগ্রাম বিমানবন্দরে এনএসআই কর্তৃক স্বর্ণের বড়ন উদ্ধার - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 2 March 2024

চট্টগ্রাম বিমানবন্দরে এনএসআই কর্তৃক স্বর্ণের বড়ন উদ্ধার


সুজা তালুকদার চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিমানবন্দর টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর টিম যৌথভাবে আজ সকাল ৭টা ৪৫ ঘটিকায় সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসীর মাধ্যমে এনএসআই ১ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণের বড় একটি লুকানো চালালন উদ্ধার করে।


যার মধ্যে ছিল ১ কেজি ১৪০ গ্রাম পিন্ড আকৃতির নিখাঁদ স্বর্ণ (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট), মোট ১,২৪০ গ্রাম স্বর্ণ।


যাত্রীর নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, পাসপোর্ট নং: A05792362; পটিয়া, চট্টগ্রাম। তিনি এই স্বর্ণ তার ব্যাগেজের ভিতরে ১টি ওয়াশার মেশিন এর ভিতর সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।


ইতোপূর্বে, উক্ত যাত্রী এয়ার এরাবিয়া এয়ারলাইনসের G9-526 ফ্লাইট যোগে শারজাহ হতে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।


উদ্ধার করা স্বর্ণ শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য নিখাঁদ স্বর্ণ= ৯৭,৮৫,৭৬০/- টাকা (১ টি স্বর্ণ বারের মূল্য অনুযায়ী প্রতি গ্রাম নিখাঁদ স্বর্ণের বাজারমূল্য ৮,৫৮৪/- টাকা)।


স্বর্ণালংকার = ৯,৪৯,০০০/- (বাজারের তথ্যানুসারে, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ৯,৪৯০/- টাকা)।


মোট আনুমানিক মূল্য ও রাজস্ব আয় = (৯৭,৮৫,৭৬০ + ৯,৪৯,০০০) = ১,০৭,৩৪,৭৬০/- (০১ কোটি ০৭ লক্ষ ৩৪ হাজার ৭৬০ টাকা)।


উক্ত যাত্রী চোরাচালানের উদ্দেশ্যে উক্ত স্বর্ণ গলিয়ে সুকৌশলে ওয়াশার মেশিন এর মোটর এর ভিতরে লুকিয়ে এনেছিল। এই যাত্রী মধ্যপ্রাচ্যের স্মাগলারের স্বর্ণ পরিবহন করছিলেন। 

যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।