সুজা তালুকদার চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিমানবন্দর টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর টিম যৌথভাবে আজ সকাল ৭টা ৪৫ ঘটিকায় সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসীর মাধ্যমে এনএসআই ১ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণের বড় একটি লুকানো চালালন উদ্ধার করে।
যার মধ্যে ছিল ১ কেজি ১৪০ গ্রাম পিন্ড আকৃতির নিখাঁদ স্বর্ণ (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট), মোট ১,২৪০ গ্রাম স্বর্ণ।
যাত্রীর নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, পাসপোর্ট নং: A05792362; পটিয়া, চট্টগ্রাম। তিনি এই স্বর্ণ তার ব্যাগেজের ভিতরে ১টি ওয়াশার মেশিন এর ভিতর সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।
ইতোপূর্বে, উক্ত যাত্রী এয়ার এরাবিয়া এয়ারলাইনসের G9-526 ফ্লাইট যোগে শারজাহ হতে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
উদ্ধার করা স্বর্ণ শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য নিখাঁদ স্বর্ণ= ৯৭,৮৫,৭৬০/- টাকা (১ টি স্বর্ণ বারের মূল্য অনুযায়ী প্রতি গ্রাম নিখাঁদ স্বর্ণের বাজারমূল্য ৮,৫৮৪/- টাকা)।
স্বর্ণালংকার = ৯,৪৯,০০০/- (বাজারের তথ্যানুসারে, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ৯,৪৯০/- টাকা)।
মোট আনুমানিক মূল্য ও রাজস্ব আয় = (৯৭,৮৫,৭৬০ + ৯,৪৯,০০০) = ১,০৭,৩৪,৭৬০/- (০১ কোটি ০৭ লক্ষ ৩৪ হাজার ৭৬০ টাকা)।
উক্ত যাত্রী চোরাচালানের উদ্দেশ্যে উক্ত স্বর্ণ গলিয়ে সুকৌশলে ওয়াশার মেশিন এর মোটর এর ভিতরে লুকিয়ে এনেছিল। এই যাত্রী মধ্যপ্রাচ্যের স্মাগলারের স্বর্ণ পরিবহন করছিলেন।