দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বজ্রপাত: কুমিল্লায় ছাত্রসহ নিহত ৪ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 28 April 2025

বজ্রপাত: কুমিল্লায় ছাত্রসহ নিহত ৪


কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বাঙ্গরায় বজ্রপাতে দুই কৃষক ও দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ও বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ। সোমবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিলাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ(১৪)। দুজনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। 


এছাড়া বাকি দুজন বাঙ্গরার কোরবানপুর এলাকার কৃষক। এরা হলেন-বাঙ্গরা থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫), মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)। এসময় সায়মন নামের ৭ বছরের এক শিশু আহত হয়েছে।


বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুঁড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।


বাঙ্গরা এলাকার ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, দুপুরে দুইজন কৃষক মাঠে কাজ করেছিলেন। হঠাৎ বজ্রপাতে তারা মারা যান।

বরুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, কোরবানপুর এলাকায় দুজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।