দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 29 April 2025

২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে


চট্টগ্রাম থেকে জহির ভূইয়া

চট্টগ্রামের উইকেট গতকাল টেষ্টের প্রথম দিনের দুপুর থেকেই নিজের আসল চেহারা দেখাতে শুরু করে। যা ফলে স্পিনার তাইজুল ইসলাম ভয়ঙ্কর রুপে হাজির হন অতিথি দলের ব্যাটারদের সামনে। গতকাল দিন শেষ হয়েছিল ২২৭ রানে ৯ উইকেট স্কোর নিয়ে। আজ দিনের খানিকটা সময় হলেও জিম্বাবুয়ে দুই ব্যাটার ক্রিজে থাকবেন এই প্রত্যাশটা থাকাটা স্বাভাবিক। কিন্তু আজ দ্বিতীয় দিনের ইনিংসের প্রথম বলেই আউট! কোন রান স্কোর বোর্ডে জমা করতে পারেনি জিম্বাবুয়ের 


সকালে উইকেটে নেমে বল হাতে হাজির হলেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ডেলিভারটাই ব্যাটার মুজারাবারি ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে চলে যায়। উইকেট রক্ষক বল গ্লাভসে জমা করার সাথে সাথেই আউটের আবেদন করে বাংলাদেশ।


টিভি রিপ্লেতে থার্ড আম্পায়ার আউট ঘোষণা দেন, শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ১ম ইনিংস। ২৭.১ ওভার বল করে ৬টি মেডেন ওভার দিয়ে ৬০ রানে ৬ উইকেট শিকার করলেন স্পিনার তাইজুল ইসলাম।