দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। পল্টনে চুরি হওয়া মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 20 May 2025

পল্টনে চুরি হওয়া মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার


ক্রাইম প্রতিবেদক :

রাজধানীর পল্টন এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ।


মঙ্গলবার (২০ মে) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। গ্রেপ্তার হানিফ মোল্লা (৩০), শরীফুল ইসলাম (৩০), মেহেদী হাসান (২৮) ও শারাফত উল্লাহ ওরফে পিয়াস (২৮)। ডিবির ধারাবাহিক অভিযানে বিভিন্ন স্থান হতে তাদের গ্রেপ্তার করা হয়।


মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৩০ মার্চ বিকেলে পল্টনের মিনা বাজার সংলগ্ন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের সামনের ফুটপাত থেকে একটি YAMAHA MT-15 মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।  থানা পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত শুরু করে ডিবি- মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম। নিবিড় তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৮ মে হানিফ মোল্লা ও শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। 


জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ১২ মে মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৯ মে ফেনী জেলার সদর থানাধীন স্বরণ পাহাড়তলী এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং শারাফত উল্লাহ ওরফে পিয়াসকে গ্রেপ্তার করা হয়।


তিনি জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার হানিফ মোল্লার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়া শরীফুল ইসলামের নামে ৭টি এবং মেহেদী হাসানের নামে ৬টি মামলা রয়েছে।