শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ৮ জন গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ভোরে কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার সবাইকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ঢাকার অপরাধ জগতের দুই কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সেখান থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ৮ গ্রেপ্তার করে।
এ সময় ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এর আগে সেনাবাহিনীর চৌকস সদস্যদের একটি দল বাসাটি ঘিরে রাখে।