দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা না দিলে মালিকদের গ্রেপ্তার করা হবে: উপদেষ্টা সাখাওয়াত - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 21 May 2025

২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা না দিলে মালিকদের গ্রেপ্তার করা হবে: উপদেষ্টা সাখাওয়াত


অর্থনীতি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে যেসব মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।


আজ বুধবার সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।


ড. সাখাওয়াত হোসেন বলেন, “ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।” এই সময়সীমা অতিক্রম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।


তিনি আরও জানান, যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে এবং তারা বিদেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে।


উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের বেতন না দেওয়ার ঘটনায় ইতোমধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। 


তিনি বলেন, “হয় শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে হবে, নইলে জেলে যেতে হবে।”


এছাড়া ঈদযাত্রাকে কেন্দ্র করে নৌপথে নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি লঞ্চে চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ঈদের আগে ও পরে তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।