খেলার ডেস্ক :
লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে রাখা হয়েছে ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। তবে নতুন কোচ মাইক হেসনের অধীনে প্রথম সিরিজে দলে নেই সাবেক অধিনায়ক বাবর আজম, অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহিন আফ্রিদির মতো তারকারা।
বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা পাকিস্তান দলটির নেতৃত্বে রয়েছেন ব্যাটার সালমান আলি আগা, সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অলরাউন্ডার শাদাব খান। এছাড়া অভিজ্ঞ ফখর জামান, হারিস রউফ এবং নাসিম শাহ আছেন দলে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতেই এই স্কোয়াড গঠন করা হয়েছে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন মারকুটে বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকা সফরের সময় দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি।
অন্যদিকে, ২০১৮ সালের পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ২৯ বছর বয়সী ব্যাটার সাহিবজাদা ফারহান। চলমান পিএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ১০ ম্যাচে ১৫৪.৫০ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করে রানের তালিকায় শীর্ষে আছেন ফারহান।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি।