দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সরকারি চাকরি অধ্যাদেশের বিরুদ্ধে উত্তাল সচিবালয় - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 25 May 2025

সরকারি চাকরি অধ্যাদেশের বিরুদ্ধে উত্তাল সচিবালয়


ঢাকা প্রতিবেদক :
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রবিবার সকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন শুরু হয়। সংগঠনটি অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ বলে আখ্যায়িত করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।


সকালে সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে শত শত কর্মচারী নিজ নিজ কার্যালয় ছেড়ে নিচে নেমে এসে মিছিলে অংশ নেন। বিক্ষুব্ধ কর্মচারীরা মিছিল থেকে স্লোগান দেন—‘অবৈধ কালো আইন মানব না।’ মিছিল সচিবালয়ের ভেতরের একাধিক ব্লক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়। 


এর আগে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।


এই অধ্যাদেশের খসড়া নিয়ে কর্মচারীদের অভিযোগ, এতে প্রায় সাড়ে চার দশক আগের একটি বিশেষ বিধানের কয়েকটি ‘নিবর্তনমূলক ধারা’ পুনরায় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মীদের বিরুদ্ধে সহজে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং চাকরি থেকে বরখাস্ত করার পথ খুলে দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন।


সংযুক্ত পরিষদের নেতাদের দাবি, প্রস্তাবিত অধ্যাদেশটি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই অবিলম্বে এই খসড়া বাতিল করে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন তারা।