দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি - নিরাপত্তা উপদেষ্টা - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 4 May 2025

মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি - নিরাপত্তা উপদেষ্টা


জাতীয় প্রতিনিধি :

মানবিক করিডর ইস্যুতে কোনও চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ এমন তথ্য জানিয়েছন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আজ রবিবার রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে তিনি একথা জানান।


তিনি বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।’


রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।’


সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে।’


এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।