দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নিউজিল্যান্ডের নারী সাংসদ সংসদে নিজেরই নগ্ন ছবি দেখালেন! - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 8 June 2025

নিউজিল্যান্ডের নারী সাংসদ সংসদে নিজেরই নগ্ন ছবি দেখালেন!


আন্তর্জাতিক ডেস্ক :

প্রযুক্তির কাছে 'প্রভাবশালীরাই বেশি অসহায়। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে 'ডিপফেক'।  কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে 'ডিপ লার্নিং' প্রযুক্তির এই ভয়াবহতাই তুলে ধরতে চেয়েছেন নিউজিল্যান্ডের সাংসদ লরা ম্যাকলিউর। তিনি যে কাণ্ডটি করেছেন, তা নজর কেড়েছে গোটা বিশ্বের।


সংসদ অধিবেশন চলাকালীন সকলকে চমকে দিয়ে হঠাৎ সবার সামনে নিজের নগ্ন ছবি তুলে ধরেন এই নারী সাংসদ। আকস্মিক এই ঘটনায় কার্যত অবাক হয়ে যান উপস্থিত সাংসদরা। এআই নিয়ে বক্তব্য রাখার সময় এর ভয়াবহতা ইস্যুতে কথা বলতেই সকলকে চমকে দিয়ে নিজেরই একটি নগ্ন ছবির পোস্টার তুলে ধরেন।


সাংসদ লরা বলেন, ‘এই নগ্ন ছবি আমারই। যদিও ছবিটা আসল নয়। কিন্তু ছবিটা তৈরি করতে বেশি নয়, মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে। আমার উদ্দেশ্যই ছিল সংসদের অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা। বোঝানো যে এই ডিপফেক বিষয়টা যতটাই সহজ ততটাই ভয়ঙ্কর। আমাদের দেশের (নিউজিল্যান্ড) যুব সম্প্রদায় এই প্রযুক্তির জন্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে অবিলম্বে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত।


নিউজিল্যান্ডের এসিটি পার্টির সাংসদ আরও বলেন, সাধারণ মানুষকে নাজেহাল করতে ডিপফেক ছবি ব্যবহার করা হচ্ছে। এখনই যদি এর বিরুদ্ধে কঠোর আইন না করলে অপরাধ প্রবৃত্তিও বাড়তে থাকবে।