দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। হবিগঞ্জের মাধবপুরে দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৬০ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 8 June 2025

হবিগঞ্জের মাধবপুরে দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৬০


হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বে ঈদের দিন কয়েক ঘণ্টাব্যাপী দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বেজুড়া গ্রামে বারঘরিয়া ও তেরঘরিয়া নামে দুটি গোষ্ঠী গ্রামীণ দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এর জেরে তারা ঈদের দিন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ৬০ জন আহত হন।


তাদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- রবশির উল্লাহ (৩০), লাখাছ মিয়া (২৫), গাজী মিয়া (৩৫), ইমানউল্লাহ (৪০), রাফিউল্লাহ (২৪), মুখলেছ মিয়া (৩৫), মহিবউল্লাহ (৭০), শের আলী (৫০), হোসাইন মিয়া (৩২), বাছির মিয়া (৩০), তাউস মিয়া (৬০), ওমর ফারুক (২৫), আব্দুর রহমান (৩৫), আকাশ মিয়া (২৪), মেহেদী হাসান (২২), মোবারক মিয়া (৫০) ও হারিছ মিয়াকে (৪৫) মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের নাম এখনো জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, বেজুড়া গ্রামে বারঘরিয়া ও তেরঘরিয়া গোষ্ঠীগত দ্বন্দ্ব প্রায় ৫০ বছর চলে আসছে।


এই দ্বন্দ্বে জোড়া খুনসহ একাধিক ব্যক্তি খুন হয়েছেন। হয়েছে পক্ষে বিপক্ষ অনেক মামলা। তাদের দ্বন্দ্ব-সংঘাত থামাতে পুলিশ ও প্রশাসনকে বেশ বেগ পেতে হয়। এই দ্বন্দ্ব নিরসন কল্পে গত দুই মাস মাধবপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন গ্রামের বিবদমান দুটো পক্ষের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একটি সমঝোতা বৈঠক করেন।


বৈঠক উভয়পক্ষের ১০ জনকে দায়িত্ব দেওয়া হয় টুকটাক কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে তারা বসে মীমাংসা করে দেবেন। এরই মধ্যে ঈদের দিন বারঘরিয়া ও তেরঘরিয়ার লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে ৫০ জনের বেশি লোক আহত হন।


মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমরা চাই বেজুড়া গ্রামে শান্তি ফিরে আসুক। সেজন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।