দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাবেক সংবাদ উপস্থাপকের ‘রহস্যজনক’ মৃত্যু - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 9 June 2025

সাবেক সংবাদ উপস্থাপকের ‘রহস্যজনক’ মৃত্যু


ডিজিটাল দুনিয়া :

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করছে পুলিশ।


সোমবার (০৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আসলে তার কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর।


তিনি বলেন, মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। সেখানে তদন্ত করা হবে। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করতে আমাদের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।


পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাফিনা আহমেদ চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তিনি রাজধানীর ইস্কাটনে মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।


এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি লাশের বিষয়ে থানাকে অবহিত করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।