দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। প্রথমবারের মতো ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 22 June 2025

প্রথমবারের মতো ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলে হামলা চালাতে প্রথমবারের মতো খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান।   


আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের বিরুদ্ধে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ এর ২০তম ধাপে ইরান প্রথমবারের মতো তাদের মাল্টি-ওয়ারহেড সমৃদ্ধ ‘খাইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তৃতীয় প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের লক্ষবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইরান। খবর প্রেস টিভির।


এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পরপর প্রতিশোধ নিতে পাল্টা হামলায় ইসরায়েলে তৃতীয় প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকান ব্যবহার করা হয়েছে।


আইআরজিসি জানায়, রোববার (২২ জুন) সকালের ওই হামলায় ৪০টি কঠিন ও তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।


আইআরজিসি আরও জানায়, এই অপারেশনে আইআরজিসির বিমান বাহিনী প্রথম বারের মতো মাল্টি ওয়ারহেড সমৃদ্ধ তৃতীয় প্রজন্মের খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আশ্চর্যজনক কৌশলের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যাপক ধ্বংসাত্মক শক্তি নিয়ে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে।