দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 30 July 2025

এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল


রাজনীতি ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে আগামী রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রসমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। পরে একই দিন (৩ আগস্ট) একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির পক্ষে থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।


রাকিব আরও বলেন, এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর, সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ।


তিনি বলেন, তারপরও একটি উদার, গণতান্ত্রিক, সহাবস্থানে বিশ্বাসী, পরমতসহিষ্ণু, গ্রহণযোগ্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্রসমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয় সে জন্য নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি।