দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি বরখাস্ত - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 17 July 2025

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি বরখাস্ত


দিনাজপুর প্রতিবেদক :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের সেনাবাহিনীর এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করায় পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মুশফিকুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।  


 বুধবার (১৬ জুলাই)  তাকে বরখাস্ত করা হয়। এর আগে এএসপিকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 


বুধবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির। 


 আবির জানান, গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরে এসপি মুশফিকুর রহমানের প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। 


দিনাজপুরের পুলিশ সুপার মারুফ হোসেন মারুফ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।