দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 15 July 2025

১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা


জাতীয় প্রতিনিধি :
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ই জুলাই (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।


এতে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ই জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ দিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহীদদের মাগফেরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ইতিমধ্যে এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।