দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক গ্রেপ্তার - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 17 July 2025

শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক গ্রেপ্তার



আন্তর্জাতিক ডেস্ক :
শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আমেরিকা থেকে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় নাগরিক গুরজিৎ সিং মালহি। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সিয়াটেল গত ১১ জুলাই তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। তার গ্রেপ্তারি ঘিরে ভারতের পাঞ্জাব রাজ্যে তুমুল রাজনৈতিক ডামাডোল।ভারতীয় গহনা


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি’র (আপ) নেতা ভগবন্ত মানের পরিবারের সঙ্গে অভিযুক্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টিকে হাতিয়ার হিসেবে কংগ্রেস ও বিজেপি একযোগে আক্রমণ করেছে আপকে।


মালহি একজন রিয়েলটর ও বিনিয়োগকারী। পাঞ্জাবের অন্যান্য নেতাদের সঙ্গেও তার ছবি রয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আইসিই তার গ্রেপ্তারের বিষয়ে এক্স-এ এক পোস্টে লিখেছে, ভারতের নাগরিক গুরজিৎ সিং মালহিকে (৪২) ওয়াশিংটনে একটি যৌথ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের সময় গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ মালহির বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের সামগ্রী (যা সাধারণত শিশু পর্নোগ্রাফি নামে পরিচিত) রাখার অভিযোগ এনেছে।


কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা একটি প্রশ্ন রেখে ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে তিনি ভগবন্ত মানের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, গুরজিৎ মালহির মতো একজন লজ্জাজনক অপরাধীর সঙ্গে তার পরিবারের কী সম্পর্ক। তিনি আরও বলেন, ‘আপের অন্যান্য নেতারা, যেমন স্পিকার কুলতার সন্ধওয়ান, অর্থমন্ত্রী হরপাল চিমা ইত্যাদির ব্যাখ্যা করা উচিত যে, এই নেতাদের সঙ্গে এই ধরনের ঘৃণ্য অপরাধীদের কী সম্পর্ক।’


শিরোমণি আকালি দলের (এসএডি) সভাপতি ও সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের সঙ্গে মালহির ছবি রয়েছে। আপ নেতাদের সঙ্গে মালহির ছবি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বলেছে, ‘আপের তথাকথিত ‘বিপ্লবীরা’ এই গুরুতর প্রশ্নের উত্তর কখন দেবেন?’ পোস্টটিতে মান-এর পরিবারের সদস্যদের সঙ্গে মালহির আরও কয়েকটি ছবি তুলে ধরা হয়। এখনও পর্যন্ত আম আদমি পার্টি’র পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: এনডিটিভি