দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাই খেলতে নেপালে বাংলাদেশ টিটি দল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 29 July 2025

বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাই খেলতে নেপালে বাংলাদেশ টিটি দল


খেলার ডেস্ক :

বিশ্বমঞ্চে জায়গা করে নিতে ঐতিহাসিক অভিযানে নামল বাংলাদেশ টেবিল টেনিস দল। ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলগত পর্বে জায়গা পেতে দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিতে সোমবার (২৮ জুলাই) নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে জাতীয় পুরুষ ও নারী টিটি দল।


আগামী ৩০ ও ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা আয়োজিত হচ্ছে অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়। মূল লক্ষ্য—লন্ডনে ২০২৬ সালের ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন।


পুরুষ দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ। দলে আছেন দেশের শীর্ষ চার র‌্যাংকধারী খেলোয়াড়—রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন,জাভেদ আহমেদ


নারী দলে রয়েছেন-সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা, ঐশী রহমান


দলের ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য ও আইটিটিএফ-এর লেভেল ২ কোচ মাঈনুল ইসলাম চিশতী। এছাড়া বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট সরাসরি দলের সঙ্গে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন।


এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ। ভারত পাঠিয়েছে ১০ জন করে খেলোয়াড়, অন্য দলগুলো অংশ নিয়েছে ৮ জন করে। তবে শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ও ভুটান।


এই বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে কোন দল ২০২৬ সালের আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। বিশ্বজুড়ে মোট ৬৪টি পুরুষ ও ৬৪টি নারী দল অংশ নেবে আসন্ন চ্যাম্পিয়নশিপে। আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরাই মূল পর্বে জায়গা পাবে।