খেলার ডেস্ক :
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমটা ভালো কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের। অবনমন হয়ে নেমে গেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ তে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সেই সূচি প্রকাশ করেছে তারা। যেখানে ‘ডি’ গ্রুপে পড়েছে আল নাসর। সেটাই সম্ভাবনা তৈরি করেছে রোনালদোর ভারতে আসার।
রোনালদোদের সঙ্গে এই গ্রুপে পড়েছে ভারতের ক্লাব এফসি গোয়া। গ্রুপে তুলনামূলক দুর্বল তারা। গ্রুপ ‘ডি’তে আল নাসর ও এফসি গোয়ার সঙ্গী হয়েছে ইরাকের ক্লাব আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্তিকলাল।
এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ এর নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। যে কারণে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারত আসতে হবে আল নাসরকে। আর এফসি গোয়া যাবে সৌদি আরবে।
তবে ভারতে আসার সিদ্ধান্ত একান্তই পর্তুগিজ তারকার। ভারতে আসতে বাধ্য নন রোনালদো। কারণ, আল নাসরের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ-২ এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন সিআরসেভেন। অর্থাৎ রোনালদো চাইলে খেলতে পারেন। আবার না চাইলে জোর করতে পারবে না আল নাসর। তাই একটা দোলাচল থাকছেই রোনালদোর ভারতে আসা নিয়ে। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।
শেষ পর্যন্ত যদি পর্তুগিজ তারকা না আসেন ভারতে, তবুও দেখা যাবে তারকা বহুল এক দলকে। সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্টিনেজের মতো তারকা ফুটবলারদের দেখা যাবে ভারতের মাটিতে খেলতে।
এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ তে ৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্বের খেলা। তবে, এখনো নিশ্চিত হয়নি কবে ভারত আসবে আল নাসর। গ্রুপ পর্ব শেষে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাউন্ড অব সিক্সটিন। এরপর ৩ মার্চ থেকে কোয়ার্টার ফাইনাল, ৭ এপ্রিল থেকে সেমিফাইনাল ও ১৬ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।