দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গোটা দেশেই অধিকার রয়েছে বাঙালিদের - অমর্ত্য সেন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 1 August 2025

গোটা দেশেই অধিকার রয়েছে বাঙালিদের - অমর্ত্য সেন


কলকাতা প্রতিনিধি :

ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গোটা দেশেই বাঙালিদের অধিকার রয়েছে।


 বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর অত্যাচারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে অমর্ত্য সেন বলেন, বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা হয়, তাহলে যথেষ্ট আপত্তি থাকবে। এসব নিশ্চয়ই বন্ধ করতে হবে। যারা ভারতীয় তাদের ভারতবর্ষের উপর সম্পূর্ণ অধিকার আছে। শুধু একটা অঞ্চলের উপর নয়। অমর্ত্য সেন বৃহস্পতিবারই বেশ কয়েক মাসের ব্যবধানে শান্তিনিকেতনে নিজ বাসভবন প্রতীচীতে ফিরে এসেছেন।


তিনি বলেন, ভাষার প্রতি অবহেলাও একটি কারণ বাংলাভাষী ও বাঙালিকে এভাবে অপমান ও হেনস্থা করার। অমর্ত্যর কথায়, প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে।


এদিন বাঙালিদের হেনস্থাসহ আরও নানা প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথাও তিনি মনে করিয়ে দেন। তিনি বলেন, ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় দেশ। এখানে যে কোনও জায়গায় যে কেউ হেনস্তা হচ্ছেন, এটা যথেষ্ট আপত্তির কারণ। বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি, প্রথম কথা, সব মানুষকে সম্মান দেয়া উচিত। স্বদেশি মানুষের যে অধিকার আছে, তা স্বীকার করতেই হবে। গোটা দেশের উপরেই বাঙালিদের অধিকার আছে।